ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে শিয়ালের কামড়ে আহত ৪

বগুড়ার আদমদীঘি উপজেলায় শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৪ জন আহত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামে ফতুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বড় আখিড়া গ্রামের নয়ন (১৫), একই এলাকার অনিক (১৭), শাহানাজ পারভিন (২৩) ও জীম(৬)।


স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় আহতদের বাড়ির আশেপাশে ও গ্রামের ক্লাব ঘরের সামনে শিয়ালের মতো দেখতে একটি প্রাণী গ্রামে প্রবেশ করে হঠাৎ করে নারী-পুরুষ-শিশুর ওপর হামলা করে। পরে এলাকার লোকেরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।


এ বিষয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবুর বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা কামরুন নাহার বলেন, এ বিষয়টি আমি শুনেছি শিয়ালের মতো দেখতে একটি প্রাণী তাদের হামলা করেছে। এই বিষয়ে তদন্ত করে সঠিক তথ্য জানানো যাবে।

ads

Our Facebook Page